যেদিন তুমি দেখলে প্রিয়া ঐ দুটি চোখ দিয়ে,মনটা সুখে ভরে উঠলো সেই দৃষ্টি নিয়ে।ভালো লাগলো যখনই দেখলাম টানা চোখের হাসি,মনে মনে বলে ফেললাম তোমায় ভালোবাসি।মিষ্টি চোখের দুষ্টু হাসি অবাক হবার মত,মুগ্ধ হয়েছি ঐ দুটি চোখ দেখেছি আমি যত।মায়াবী চোখের বাঁকা চাহনি কত যাদু জানে,সামনে পেলেই দৃষ্টি ফেলেছি তোমার চোখের পানে।হৃদয় নয়নের রাণী তুমি দৃষ্টি সবার সেরা,মনটা [বিস্তারিত]