শব্দ স্রোত শব্দ দিয়ে ছুঁতে চাই চোখ দিয়ে ছুঁতে চাই নিঃশ্বাসে ছুঁতে চাই হৃদয় দিয়েও; ভালোবাসা ভালোলাগার আগুন স্পর্শে চিৎকার করে বলতে চাই সিসিফাসের মত! এ আমার দেশ, এ আমার মাটি। জমা রাখি না কোন দীর্ঘশ্বাস দীর্ঘ স্রোতের মত। ===================================== ভালোবাসার শেয়ারবাজার আঁকড়ে ধরে প্রস্তরখণ্ড ঝরনা-জলে কী ঝরে পড়ে পাপড়িগুলো, ছলকে-বলকে? কমলার রঙে রঙে! [বিস্তারিত]