ছেলেটি কিছু বলতে চায়, কিন্তু কিসের যেন বাঁধ ঠোঁটের প্রাচীর ঘিরে রাখে! অন্তরিন্দ্রিয়ের বালুকাবেলায় নূপুরের ঝঙ্কার ঘুমন্ত আকাঙ্ক্ষার জাগরণ ঘটায়; ক্ষুধার্ত নিদ্রাদেবী আলস্যতা কেটে বেড়িয়ে আসতে চায় তোমার প্রেমের সুধায়। অনামিকার বন্ধনে আবদ্ধ হতে চায় অনন্ত-যাত্রায়- তোমার আমন্ত্রণপত্রের আহ্বানে; তোমার ঠোঁটের নিষেধাজ্ঞা ভেঙে সমন জারি করতে চায়-অধরের আলিঙ্গনে একত্রিত হবার। তোমার চারপাশের ব্যারিকেড জ্বালিয়ে [বিস্তারিত]