ডাক- বাক্সের ধুলো ঝরে যায় দিন- মাস- কালে নীলকান্ত প্রহর গোনে নীল-খামে কখন ভেসে আসবে আগমনী বার্তা লক্ষী-পেচাঁর রাতের ব্যথা বোঝে না কোনো কর্তা কুকুরে নালে শুধু বয় যায় হাঁ- পিত্তেস বুকে শুধু তাপ-হীন মরচে নিঃশেষ অকালে জিরাফের চোখে এক-বুক রক্ত-জল খোঁজে ঋতু-স্রাবে চোখ ভেজে না- যৌবন ভেজে সুর্যের সরনে যুবকই শুধু অকাল-বৃদ্ধ হয় প্রেম [বিস্তারিত]