প্রচন্ড ঘুমে চোখ বুজে আসছে! বসন্তের মাতাল হাওয়া চালতে গাছের সবুজ ছুঁয়ে ছুঁয়ে জানালা দিয়ে আমাকে স্পর্শ করছে। কোন আমাকে? আমি ক’জন? ভিতরের আমাকে এখন আর কিছুই স্পর্শ করতে পারে না। আমি অষ্পৃশ্য নারীর মত এক হৃদয়হীন পুরুষ। হৃদয় টা আমার মাদারের কাছে সেই অনেক আগেই রেখে এসেছিলাম আমি। এখন বেঁচে আছি এক রক্ত পাম্প করার যন্ত্র বুকে ধারণ করে।
একটা ভুল করলাম না? মাদার এখন আমার ছোট ভাইদের দখলে। দখল শব্দটা কি শুনতে খারাপ লাগছে? তবে হৃদয়বানদের কাছ থেকে কিছু ভালোলাগা ধার করুন।
মাদার সম্পত্তি না হলেও, ভালোবাসার খনি। ভালোবাসা দিয়েই সেখানে কাছে থাকা যায়।
ভালোবেসেই আমি ভালোবাসা হারিয়েছি। কাউকে তাই ভালোবাসতে পারিনি। কেউ ই কি আমাকে বাসেনি?
আমি বুঝি না। অনুভবের পাওয়ার হাউস আমার মাদারের কাছে। সেখানে পৌঁছাতে আমি কারো সাথে প্রতিযোগিতায় নামতে চাইনি।
আমি ই প্রথম আমার মা কে ‘মাদার’ ডেকেছি। এখন অন্যের মুখ থেকে এই ডাক শুনলে ও আমার কষ্ট হয় না। নিজের হৃদয় আর আমার রেখে আসা হৃদয়টা – এই দুই হৃদয় নিয়ে আমার মাদার সকল কষ্টগুলি একাই অনুভব করেন। কাউকে বুঝতে দেন না। আমি বুঝি।
আমি যে আমার মাদারের আঁচলের নরম আদর ছিলাম!
আদরগুলো নিয়ে- মাদার, তুমি কোথায়?
৯টি মন্তব্য
রিমি রুম্মান
বেশ সুন্দর লেখা…
মামুন
অনুভূতি রেখে গেলেন, আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
নীলাঞ্জনা নীলা
ভালো লিখেছেন।
মামুন
ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মা
চিরকাল সব সন্তানের কাছেই এক অমুল্য্য ধন।আপনার মা বেচে থাক অনন্তকাল -{@ -{@
মামুন
সুন্দর করে বললেন, অনেক ভালো লাগল। আপনার দোয়া কবুল হোক। ধন্যবাদ ভাই। অনেক শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
আমি যে আমার মাদারের আঁচলের নরম আদর ছিলাম!
মা থাক হৃদয়অন্তরজুড়ে।
মা ভাল থেক ভাল থেক।
মামুন
সুন্দর অনুভূতি রেখে গেলেন!
দুনিয়ার সকল পারের মায়েরা ভালো থাকুন।
শুভেচ্ছা জানবেন।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ, মামুন ভাই সকল পারের মা ভাল থাকুক।