শীত! কথা বলো একবার, নয়নে নয়ন রেখে! নয়নে তাকিয়ে থেকে, এই যে তুমি নিয়ে এলে গহীনের শীত - শীতার্ত শরীরে ক্ষণে ক্ষণে! টেনে হিঁচড়ে অসহায় শীতার্ত মানুষের ধারে ভালোবাসা - বাসির ফাঁদে ফেলে। শীত! তুমি এলে পথ আগলে, দাঁড়াও তুমি গায়ে গা ঘেঁষে ঘেঁষে তীব্র শীতে চুবিয়ে /ডুবিয়ে ক্রমাগত বাংলা - বাঙালীরে যন্ত্রণার স্রোতে জিইয়ে [ বিস্তারিত ]