মোটামুটি নিশ্চিত যে ঝুলে যাচ্ছে জেলে আটকানো রাজাকার কয়টা । এদের সবার সব দাঁত তো নেই। কিছু পড়ে গিয়েছে বয়সের ভারে। কিছু পড়ে গিয়ে থাকতে পারে ডিম থেরাপির সময়। পান খেতে গিয়ে শক্ত সুপারিতে অসতর্ক কামড়েও দু-একটা পড়ে যেতে পারে। মরার পরে এদের মৃতদেহ কি এই বাংলায় দাফন হবে ? কোথায় কার দাফন হবে সে [ বিস্তারিত ]