সারা জীবনের অভিজ্ঞতা তিক্ততা সব কিছুই যৌবন সায়াহ্নে এসে ধরা পড়ে যখন জীবন আর চলতে চায়না।জীবন যখন যেমন তেমন ভাবেই নিজেকে চালিয়ে নেয়া হল বুদ্ধিমানের কাজ।আমি নিজেকে সেই ভাবেই চালিয়ে নিতে চেষ্টা করতাম।কখনো যে এর বর্ত্যায় যে ঘটেনি তা কিন্তু নয়,তখন নিজেকে বিলিয়ে দিতাম রঙ্গীন ভুবনে।কিছুটা সময় হলেও ভুলে থাকার চেষ্টা করতাম যত রাগ যত [ বিস্তারিত ]