জেরিনের সাথে আমার সম্পর্কটা জনম জনমের। সম্পর্কের শুরুও হয়েছিলো অদৃশ্য কোন শুভাকাঙ্ক্ষীর ছায়ায়। শত বিপদেও সে অদৃশ্য শুভাকাঙ্ক্ষী আমাদের পাশে এসে দাঁড়িয়ে রক্ষা করেছেন। ভালোবাসা এবং প্রেম দিন দিন গভীর থেকে গভীরই হচ্ছে। গভীর সম্পর্কে সামান্য ভুল ভ্রান্তিও অনেক সময় বড় হয়ে দেখা দেয়। একারনেই কয়েকবার ব্রেকআপও হয় আমাদের। ব্রেকআপের পরেও আবার আমরা কিভাবে যেন [ বিস্তারিত ]