১. ট্রেনের ফ্ল্যাট ফর্মে দাঁড়িয়ে যে দুটো চোখ আমাকে গিলে খেতে চেয়েছিলো- ও দুটো চোখের বাহির দেখেছি শুধু, দেখিনি ভেতরের চঞ্চলতা। আমার উদাস দৃষ্টি সেই চঞ্চলতাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে কাঁচের জানলা বেয়ে পৌছে গিয়েছিলো খুব কাছে থেকে বহুদূর। ২. আমি তার মুখোমুখি সেও আমার একই কম্পার্টমেন্টের ভেতর, আমার চঞ্চল হৃদয় তাকে গিলে খেতে চায় সে [ বিস্তারিত ]