জীবনের গল্প-১০-এখানে ☚ জীবনের গল্প-৯-এর শেষাংশ:☛ তখনকার সময়ে টেক্সটাইল মিলে আমার এই কাজের প্রচুর চাহিদা ছিলো। একটা টেক্সটাইল মিলে মনোমত ১০০জন তাঁতি থাকলেও একজন মনের মতো ড্রয়ার ম্যান থাকতো না। ড্রয়ার ম্যান বা রেসিং ম্যানের কাজটা ছিলো খুবই খেয়ালি ও ধৈর্যশালী কাজ। এই কাজটা করতে হয় নির্ভুলভাবে! ফতুল্লা কাঠেরপুল "মিলন টেক্সটাইল" মিলে আমরা দুই ভাই [ বিস্তারিত ]