মহিলা গ্রুপে আসা 'রাজিয়া বেগমের' গল্প এবং গ্রুপে আসা মেয়েদেরকে উজ্জীবিত করা অনেক দিনে পর রাজিয়া বেগম ক্লাসে আসলো । কি ব্যাপার রাজিয়া আপা এতদিন কোথায় ছিলেন ? "কিতা খইতাম আফা পুতের লাগি কইন্যা টুকাই। দেশে যাইবার লাগতো, ভালো একটা কইন্যা পাইতাম না আফা " । কন্যা দিয়ে কি করবে? "পুতের বিয়া দিবার লাগবো [ বিস্তারিত ]