এমনটা আগে কখনো হয়নি, কিন্তু আজ হয়েছে—আব্বু আম্মুর মধুর চেষ্টা ছাড়াই আমার ঘুম ভাঙলো—চোখ মেলে দেখি পাশেই আম্মু বসে আছে আমার পানে চেয়ে—উঠতে যাচ্ছি এমন সময় আম্মু বলে উঠলো আর একটু ঘুমিয়ে নে, এখনো আযানের সময় হয়নি—কিন্তু আমার মাঝে এক অদ্ভূত ভালো লাগা কাজ করছে, উঠে বসলাম, আম্মুকে জড়িয়ে ধরে জানতে চাইলাম তুমি বুঝি ঘুমাও [ বিস্তারিত ]