#শুয়োপোকা_দুয়োপোকা একটা শুয়োপোকা রোজ রাতে কড়া নাড়ে দরজা খুলি খুলি করে খোলা হয় না। মাঝখানে বেশ কিছু দিন গেলো শুয়োপোকা আর এলো না। অপেক্ষার প্রহর কাটে না শুয়োপোকার মায়ায় পড়েছি কী তবে? শুয়োপোকা প্রজাপতি এখন উড়ছে তার রঙিন পাখা মেলে বসছে নতুন ফুলের বনে। প্রজাপতিটা উড়ে এসে জুড়ে বসে সমস্ত অন্তর জুড়ে শুয়োপোকাকে তবুও ভোলা [ বিস্তারিত ]