মানসপটে রেখেছি অগ্নিস্নানে কেনা স্বতস্ফূর্ত ভালোবাসা, নয়নের নয়নে দুই নয়নই তোমার দখলে। যন্ত্রণাবিতস্ত্র রাত স্বর্ণালী ভোরের সোনালি প্রভায় হয়নি তাবত সমুজ্জ্বল, চরাচরে আজ ভালবাসার রাস উৎসব নিদাঘ মনে নিদান উত্তরণ তোমার আচ্ছন্নতায়। তবুও নিঃসঙ্গতার কঠিন কোটরে আমি মহাজাগতিক পথিক এক মহাহুংকার মহানাদের ভূতপূর্ব বেদনা। বিটপি, সরোজিনী, পুস্প, বিহংগ সর্প, শকুন, দাতালো খেঁচর, ক্রমিক খুনী, সবই [ বিস্তারিত ]