স্বৈরাচার হটাও, দেশটাকে বাঁচাও বলেযে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়েছিলসারা বাংলাগণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঢেলেছিল বুকের রক্ত,কৃষক, শ্রমিক, দিনমজুর আপামর জনতাকাঁধে কাঁধ মিলিয়ে পাহারা দিয়েছিল বাংলা মাকেশত বুলেটের আঘাতেও ছাড়েনি রাজপথ। সেই রাজপথ আজ কলুষিত চলছে অবিরতদুর্নীতিতে নাম্বার ওয়ান করে পুকুরচুরিসাহেব সেজে ঘুরে বেড়ায় করে সিনা জুড়ি,মাগো তোমায় মুক্ত করতে তোমার সন্তানেরা শক্ত হাতে অস্ত্র ধরে উৎখাত [ বিস্তারিত ]