ছেলেবেলায় আব্বা যখন বাড়ি ফিরতেন সন্ধ্যাকালে, হাতে থাকতো বাজারের ব্যাগ। আমরা তখন অপেক্ষায় থাকতাম কি এনেছেন! জিজ্ঞেস করলেই আব্বা বলতেন- দেখ্, খুলে দেখ্! ব্যাগের ভেতর পেয়ে যেতাম কিছু না কিছু। আমাদের চোখগুলো রাত্রিকালীন লঞ্চের মতো জ্বলে উঠতো, উজ্বল সে আলো। অনেক বছর পর যখন শিশু মনের বুক ছিঁড়ে বড় হতে লাগলাম - আব্বা এখনো বাজারে [ বিস্তারিত ]