ওগো বর্ষা! ওগো বৃষ্টি! ঝরো ঝরো অঝোর ধারায়। ভিজিয়ে দাও সিক্ত করো বসুন্ধরা তপ্ত দগদ্ধ জন জীবনে দাও শান্তি আর প্রশান্তি সবুজ প্রকৃতি পাহাড় পর্বতে দাও প্রাণের ছোয়া জীব ও জলজ জীব বৈচত্র্যে আনো প্রাণচাঞ্চল্য পুকুর নদী আর সাগরের জলজপ্রাণী হোক আনন্দে আত্মহারা। পশু পাখি আর ময়ুর পেখম তুলে নাচুক আপন ভুবনে। মানুষের হৃদয় মনকে [ বিস্তারিত ]