তোমাতে আমাতে না হল দেখা নাইবা হল কথা। তুমি তো আছো আমার অন্তরে আমার হৃদয়ের অলিন্দে স্বর্গীয় স্নেহ মমতায় জড়িয়ে আমার প্রতিদিনের ভালবাসার প্রতিটি মুহুর্তে প্রতিটি ক্ষণে প্রিয়জন আমার। তোমার প্রতিটি উষ্ণ নিঃশ্বাস প্রাণে আনে শিহরণ দোলা লাগে অন্তরে আলোড়ন তোলে দেহমনে প্রতিক্ষণ। অনুরণন হয়ে উঠে মনের গহীনে গানের ঝংকারে। তোমায় ভেবে দিন যায় কেটে যায় রাত অমাবস্যার আঁধার কালোরাতে মনের আকাশে দেখি [ বিস্তারিত ]