বর্ণের সমাহারে এঁকে যাই অক্ষরের আঁকিবুঁকি- একদিন হয়ত সত্যিই কিছু লিখতে পারব....আশা রাখি, আশাতেই বাঁচি" ৩ বছর ১১ মাস ১৭ দিনে প্রমান করেছেন প্রতিটি লেখায়- তিনি কতটা লিখতে পেরেছেন/ লিখছেন। শুধু লেখা? তাঁকে যাদুর কাঠি বললেও কম বলা হবে। তিনি অন্যকে দিয়ে লিখিয়ে নিতেও পারঙ্গম সফল ভাবে। কাকতালীয় বলে বাংলায় যে বিষয়টাকে আমরা সাধারণত জোড়াতালি [ বিস্তারিত ]