শুধু শুন,শুধু দেখ কিছু বলতে যেওনা বলতে গেলেই ভুগতে হবে কি বলেন, তাই না? তৈল মর্দনের জমানা যে তেলেই সবাই খুশি তেলে যতই ভেজাল থাকুক তারই ডিমান্ড বেশি। তৈলাক্ত বাঁশ বেয়ে সেকেলে বাদর কবে উঠতে পেরেছে? একালের বাদররা দেখ গটগটিয়ে উঠছে। ওগো শুন নাদান মানব আদার বেপারি জাহাজের ফাও খবর করে কেন যাবে মরি? তৈল [ বিস্তারিত ]