আলোহীন আলেয়া

হালিমা আক্তার ১৯ মে ২০২৫, সোমবার, ১০:২৩:২০অপরাহ্ন কবিতা ১ মন্তব্য

প্রতীক্ষার মুহূর্ত গুলো

এক এক করে

ফিরিয়ে দিবে তোমায়,

বাক্স ভরা স্বপ্ন গুলো

দু’ হাতের আঁজলা ভরে

দিব তোমার হাতে তুলে।

বিলাসী মন বিবাগী হয়ে

ছুঁয়ে দেখবে না রঙিন প্রজাপতি,

ঘড়ির কাঁটা থামিয়ে

বলবো না ভালোবাসার কথা।

চাইলে কি! সাগর জলে ভিজে পা

জোয়ার যদি না আসে কুলে,

ভাটার টানে স্রোত চলে যায়

দূরে বহু দূরে।

ধ্রুব তারার মতো

একই আকাশে ভাসবো

আলোহীন আলেয়ার আলো হয়ে।

৩৫জন ৪জন

একটি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ