
প্রতীক্ষার মুহূর্ত গুলো
এক এক করে
ফিরিয়ে দিবে তোমায়,
বাক্স ভরা স্বপ্ন গুলো
দু’ হাতের আঁজলা ভরে
দিব তোমার হাতে তুলে।
বিলাসী মন বিবাগী হয়ে
ছুঁয়ে দেখবে না রঙিন প্রজাপতি,
ঘড়ির কাঁটা থামিয়ে
বলবো না ভালোবাসার কথা।
চাইলে কি! সাগর জলে ভিজে পা
জোয়ার যদি না আসে কুলে,
ভাটার টানে স্রোত চলে যায়
দূরে বহু দূরে।
ধ্রুব তারার মতো
একই আকাশে ভাসবো
আলোহীন আলেয়ার আলো হয়ে।
৪টি মন্তব্য
নার্গিস রশিদ
চমৎকার অনুভূতির প্রকাশ ।
হালিমা আক্তার
অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি।
নিতাই বাবু
লেখার শিরোনামের উপর ভিত্তি করে কী মন্তব্য করবো, তা নিয়ে ভাবছি! এই ভাবনা থেকে একটা ছোট মন্তব্যতো লিখতেই হয়।
“আলোহীন আলেয়া” — শিরোনামটি এক গভীর রহস্য ও দুঃখময়তার ইঙ্গিত বহন করে। এখানে ‘আলোহীন’ শব্দটি যেমন অন্ধকার, হতাশা কিংবা নিরাশার প্রতীক, তেমনি ‘আলেয়া’ ইঙ্গিত করে সেই মায়াময় বিভ্রম, যা পথিককে ভুল পথে টেনে নিয়ে যায়। এই দ্বৈততা পাঠকের মনে জাগিয়ে তোলে এক প্রগাঢ় কৌতূহল—এই লেখায় কী এমন আকর্ষণীয় ছলচাতুরি বা অন্তর্নিহিত বেদনার কাহিনি অপেক্ষা করছে? শিরোনাম হিসেবে এটি অত্যন্ত কাব্যিক, প্রলুব্ধকর ও ভাবগম্ভীর। লেখাটি যদি শিরোনামের মতোই বিমূর্ত ও আবেগঘন হয়, তবে নিঃসন্দেহে তা পাঠকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।
হালিমা আক্তার
এতো সুন্দর কাব্যিক মন্তব্য। উত্তর কি দিবো ভাষা খুঁজে পাচ্ছিনা। আপনার মন্তব্য শতভাগ সত্য। মাঝে মাঝে মনে হয় জীবনের চারদিকে অবিচ্ছেদ্য আঁধার, সেই আঁধারের মাঝে আলো খুঁজে ফিরি। আসলে সব কিছুই জীবনের অবিচ্ছেদ্য অংশ। শুভ রাত্রি।