সরল রেখা

হালিমা আক্তার ৮ অক্টোবর ২০২২, শনিবার, ১১:৩২:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য

কি! যেন এক বিষন্ন হাহাকার,

মৃত প্রলয়ের নাচন।

বাঁচার আকুতি নীরব যেন, জলের ডাকে

স্রোতের ঘুর্ণি পাকে জ্যোৎস্নার

আলো পথ হারিয়ে ফেলে।

এক সময় সব কিছু থেমে যায়

থামে না শুধু জীবনের গতি।

ধ্বংস স্তূপের মাঝে খুঁজে ফিরে সবুজ পল্লব

উষর মরুভূমিতে বয়ে যায় বৃষ্টি স্নাত সন্ধ্যা,

উত্তাল সাগরের বুকে নাবিকের

দৃষ্টি দূরের কোন বাতিঘর।

জীবন খুঁজে নব দিগন্ত রেখা,

পথিক চলতে শুরু করে

আমৃত্যু এ পথ চলা।

জীবন নয় যে সরল রেখা।

১৭৯৫জন ১৬৭৭জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ