
কি! যেন এক বিষন্ন হাহাকার,
মৃত প্রলয়ের নাচন।
বাঁচার আকুতি নীরব যেন, জলের ডাকে
স্রোতের ঘুর্ণি পাকে জ্যোৎস্নার
আলো পথ হারিয়ে ফেলে।
এক সময় সব কিছু থেমে যায়
থামে না শুধু জীবনের গতি।
ধ্বংস স্তূপের মাঝে খুঁজে ফিরে সবুজ পল্লব
উষর মরুভূমিতে বয়ে যায় বৃষ্টি স্নাত সন্ধ্যা,
উত্তাল সাগরের বুকে নাবিকের
দৃষ্টি দূরের কোন বাতিঘর।
জীবন খুঁজে নব দিগন্ত রেখা,
পথিক চলতে শুরু করে
আমৃত্যু এ পথ চলা।
জীবন নয় যে সরল রেখা।
৬টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
বেঁচে থাকা মানেই আশা
আর আশা মানেই নিত্য নতুন গড়া বাসা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
সুন্দর বলেছেন। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সঞ্জয় মালাকার
আমৃত্যু এ পথ চলা।
জীবন নয় যে সরল রেখা।
জীবনকে নিয়ে বাঁচে থাকা মানেই তো আশা
আর জীবন মানেইত নিত্য নতুন বাসা।
কবি ভালো লাগলো,
ভালো থাকবেন সব সময় শুভ কামনা।
হালিমা আক্তার
সত্যি জীবন মানেই নতুন দিনের আশা। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জীবনবোধ খুব সুন্দর কবি আপা
ভাল থাকবেন————-
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।