একাকীত্ব

ফারজানা তৈয়ূব ১ অক্টোবর ২০২২, শনিবার, ০৮:০২:১৮অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

একা এই আমি

 

হাজার স্বজন আপনার কোনজন বোঝা বড়োই দায়,

সময় গেলে চিনার ভুলে করতে হবে হায় হায়।

কোথায় কখন কার তরে বিলীন করে সব

আসল স্বজন সপ্তাকাশে সে যে আমার রব।

শূন্য হাতে এসেছি ভুবনে যাবো শূন্য হাতে,

কোনো একদিন হয়ত আর জাগবো না  প্রাতে।

কিসের অং শুধুই ভড়ং মিথ্যে ভবের মায়া,

হয়তোবা আর কোনোদিনও পড়বে মোর ছায়া।

নিঃশ্বাসের আশ মিছে হতাশ কি করি নেই ঠিক

সব হারায়ে মুক্ত আমি শূন্য দিকবিদিক।

৪৮৪জন ৪২৪জন

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ