নীল আবরণে কাশ

কামরুল ইসলাম ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার, ০৯:৩৪:২৫পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

 

আমি বালুচরে অবহেলায় ফুটে উঠা কাশ

তোমার নীলের আবরণে বিভোর আমার আকাশ

হাওয়ার দোলা উদ্যোমে, মেলি যেনো মেঘের ডানা

তোমার নীল আঁচলে আমার সকল আলপনা

শুভ্র কোমল পরশে আমি ছুঁতে চাই তোমার বুক

মেঘ শাবকের আবরণে  লুকিয়ে নিবে মুখ

আঁচলের মায়া ছড়িয়ে দিবে, আমার চারপাশ

মৃদু হাওয়ার শিহরণে প্রকৃতির সঙ্গমে জেগে উঠবে উচ্ছাস

পদ্ম পরশে বুকে উষ্ণতা ছড়ায় শরতের গোধূলি

তোমার নীল শাড়ির আব্রুতে আমার স্বপ্নের পদাবলি ।

 

রচনা কাল ঃ ২৫/০৯/২০২২

ঢাকা

৪৫৩জন ৪৫৩জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ