
অচেনা পথে প্রান্তরে
খুঁজে ফিরি তারে
চেনা কোনো সুরে
দূর থেকে আরো দূরে
মিলিয়ে যাওয়া কোনো তারে
বাঁধন মুক্ত বাহুডোরে
খুঁজে ফিরি তারে।
যদি কখনো শুনতে পাই
সেই মায়াবী কণ্ঠস্বর
আচমকা ঝড়ের মতো
ক্ষত-বিক্ষত হৃদয় যত।
টুকরো করা বাঁশি
এক চিলতে উঠনো পরে
অচেনা কোনো প্রান্তরে
দূর হতে আরো দূরে
মিলায়ে যায়।
পিছুপানে ফিরে না চায়।
অচেনা কোনো বিলাপ
মনে হয় বহুকালের
পরিচিত কোনো প্রলাপ।
আর একবার শুনি তার কণ্ঠে
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ”
বজ্রের মতো সেই কণ্ঠ
আহত কোনো চিতার মতো
লুটায়েছে মাটিতে।
বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচালে
অচেনা কোনো মায়াজালে
বেঁধেছে আমায়।
শানিত সেই কণ্ঠে আর নেই স্বর,
কোনো হাঁকডাক।
ইতিহাসের পাষাণ গলে
তার মায়ায়,মানুষ তো ক্ষুদ্র অতি।
সেই বজ্র কণ্ঠস্বর
৬টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
তার তুলনায় আমরা আসলেই ক্ষুদ্র। মহান এ মানুষটার জন্য রইলো বিনম্র শ্রদ্ধা।
লেখিকার জন্য অশেষ শুভকামনা 🌹
ফারজানা তৈয়ূব
ধন্যবাদ আপা
আলমগীর সরকার লিটন
অতুলনিয় বিনম্র শ্রদ্ধা জানাই আপু
ফারজানা তৈয়ূব
ধন্যবাদ
হালিম নজরুল
বিনম্র শ্রদ্ধা
ফারজানা তৈয়ূব
ধন্যবাদ