
পেটে বিদ্যা নাই, কবিতায় চালাই কলম
ঘা দেখলেই, কালির আঁচরে লাগিয়ে যাই মলম
বড্ড সচেতন আমি, নিজ গুণে জ্ঞানীও বটে
কবি বলে কথা, দু’চারটা ছালাম ও জুটে
কারো লেখা পড়ি না, সাহিত্যে নাই পদরাজ
লোকে বুঝে আর না বুঝে, লেখায় আছে ঝাঁঝ
আমি কবি বটে, জাতে একটু ভাব উদাসী
সর্ব প্রাণে জাগাই প্রেম, কালির আচরে সর্বগ্রাসী
বিরহ যাতনায় কম নয় অনুভুতির ভাগ
মান অভিমান, ছন্দে রন্ধে ক্ষোভ আর রাগ
শুধু নয় প্রেম বিরহের কবি, সমকালীন ও বটে
রাজনীতি অর্থনীতিতে ও কলম চলে, যা কিছু ঘটে
আমি এক কবি, মস্ত জ্ঞানী, আচরণ ও স্বভাব
পেটে বিদ্যা নাই, সাহিত্য জ্ঞানের কিঞ্চিত অভাব ।
রচনা কাল ঃ ০৯/০৯/২০২২
ঢাকা
১০টি মন্তব্য
হালিম নজরুল
বিশাল কবিইইইইইইইইইইইই
কামরুল ইসলাম
বিশাল না ভাই,
স্বভাব কবি মাত্র
আলমগীর সরকার লিটন
আমি এক কবি, মস্ত জ্ঞানী, আচরণ ও স্বভাব
পেটে বিদ্যা নাই, সাহিত্য জ্ঞানের কিঞ্চিত অভাব——
চমৎকার মনোভাব কবি দা ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
ফারজানা তৈয়ূব
নিজের সুনাম সকলে করতে জানে
কি যায় আসে দুনিয়া যদি না মানে।
কামরুল ইসলাম
তুচ্ছ, হীন অক্ষ্যত এই আমি
কেউ জানে, না জানে, জানে অন্তযামী।
ধন্যবাদ আপু
মোঃ মজিবর রহমান
আমি এক কবি, মস্ত জ্ঞানী, আচরণ ও স্বভাব
পেটে বিদ্যা নাই, সাহিত্য জ্ঞানের কিঞ্চিত অভাব ।
আমিতো মনে করি সাহিত্য জ্ঞ্যান আমার কিছুই নাই। ভাও ভাও শুধু এসব করি । সবার সাথে থাকাই একমাত্র উদ্দেশ্য।
কামরুল ইসলাম
এই মনে করাটাই এক দিন পূর্ণতা দিবে আপনার সাহিত্য কর্মে ।
সাথে থাকুন, এগিয়ে যান ।
ধন্যবাদ ভাই ❤️🌹
হালিমা আক্তার
আমি তো লিখি না। লিখে যায় কলম। পেটে বিদ্যার কি প্রয়োজন। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
পুঁথিগত বিদ্যার কথা বলিনি আপু ।
কিছু লিখতে হলে নিয়মিত কিছু পড়তেও হয়, সেটাকেই বুঝাতে চেয়েছি ।
কারো লেখা পড়ার একদম সময় পাই নাই,
তাই বলেছি পেটে বিদ্যা নাই।
ধন্যবাদ ও শুভ কামনা আপু ❤️🌹