
আমি,সময় ও আমার মন,
ভাল্লাগে না কিছুই, ভাল্লাগে সবই।
কারনে,অকারনেও—
এ যেনো সময়ের সাথে মনের এক অদ্ভুত সমীকরণ,
মিলে না,মিলানোও যায় না কখনোই।
মন যেনো সময়ের কারাগারেই বন্দী,
সময় যেনো মনের জানালাতেই খুজে তার মুক্তি।
আর আমি—-
খুঁজে বেড়াই,ঘুরে বেড়াই,
অপেক্ষার প্রহর গুনি,
কখন এ দু’য়ের মধ্যে হবে কোনো,”শান্তি চুক্তি”।
আমি,সময় ও আমার হৃদয়,
যখনই মিলে যাই,
তখনই হারাতে চাই,
নিজেকে নিজেরই মধ্যে,
কোন এক অজানায়।
যদি পারতাম যদি পারতাম,
আমরা মিলিতে একই মোহনায়।
তবে গাইতাম তবে গাইতাম,
একতারার সুরে সেই গান।
সময়!তুমিই আমার ভগবান।
হৃদয়! তোমাতেই আমার পরমো ঈশ্বর।
আমি,সময় ও আমার মন,
হইতাম যদি বন্ধু তিনজন,
মিলিয়া একজন।
০৩.০৯.২০২০
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সত্যই জীবনটাই যেমন এমটাই
ভাল থাকবেন কবি দা———-
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ঠিক বলেছেন ভাই, জীবনটাই যেন এমনটাই।
ভালো থাকবেন সবসময়
রোকসানা খন্দকার রুকু
এরকমই হয়। কিছুই ভালো লাগে না অথচ আমরা শান্তি চুক্তিও করতে পারিনা।
শুভ কামনা ভাই 🌹
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অনেক ধন্যবাদ আপু আমার আবোলতাবোল লিখার সাথে থাকার জন্য। ভালো থাকবেন আপু
হালিমা আক্তার
সময় যেন করে প্রহসন। ভালো না লাগার মাঝে মাঝেই চলে যায় জীবন। শুভ কামনা রইলো।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
একদম ঠিক বলেছেন আপু। তবুও কেটে যায় জীবন।
ভালো থাকবেন। শুভকামনা
হালিম নজরুল
সময়ই ভগবান
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অনেক ধন্যবাদ ভাই, আমার আবোলতাবোলের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। শুভকামনা