আবোলতাবোল

মো: মোয়াজ্জেম হোসেন অপু ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ১২:৪৩:৩৮পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

আমি,সময় ও আমার মন,

ভাল্লাগে না কিছুই, ভাল্লাগে সবই।

কারনে,অকারনেও—

এ যেনো সময়ের সাথে মনের এক অদ্ভুত সমীকরণ,

মিলে না,মিলানোও যায় না কখনোই।

 

মন যেনো সময়ের কারাগারেই বন্দী,

সময় যেনো মনের জানালাতেই খুজে তার মুক্তি।

আর আমি—-

খুঁজে বেড়াই,ঘুরে বেড়াই,

অপেক্ষার প্রহর গুনি,

কখন এ দু’য়ের মধ্যে হবে কোনো,”শান্তি চুক্তি”।

 

আমি,সময় ও আমার হৃদয়,

যখনই মিলে যাই,

তখনই হারাতে চাই,

নিজেকে নিজেরই মধ্যে,

কোন এক অজানায়।

 

যদি পারতাম যদি পারতাম,

আমরা মিলিতে একই মোহনায়।

তবে গাইতাম তবে গাইতাম,

একতারার সুরে সেই গান।

সময়!তুমিই আমার ভগবান।

হৃদয়! তোমাতেই আমার পরমো ঈশ্বর।

 

আমি,সময় ও আমার মন,

হইতাম যদি বন্ধু তিনজন,

মিলিয়া একজন।

 

০৩.০৯.২০২০

৫৪৩জন ৪৪৯জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ