
তুমি আর আসবেনা এই দেয়ালে
আলপনা আঁকা সব মনের খেয়ালে
ফুরাবে না সময়, তারা গুনে গুনে
মিছে কেন মন, স্বপ্ন যায় বুনে
সারা দিন ছিলে যখন আমারি দখলে
অভিনয় ছিল সব, ভালবাসার আদলে
তবু কেন মন চায়, বার বার
বুক পেতে রেখেছি, তুমি আসিবার
মন জ্বলে বুক জ্বলে, আশাহীন নয়নে
অথৈ জলে ভাসি, ভাষাহীন জীবনে
এই প্রেম ছুঁয়ে যায় যতবার এসে
মরি যেন বার বার নীল বিষে ।।
রচনা কাল ঃ ২৩/০৮/২০২২
ঢাকা
২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
প্রেমের বিষাদ মানেই নীলবিষ
সহ্য করতে হয় বুকে পিছ;
অনেক শুভ কামনা কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই ❤️❤️🌹🌹