নীল বিষে

কামরুল ইসলাম ২৩ আগস্ট ২০২২, মঙ্গলবার, ১১:৪২:২৬পূর্বাহ্ন কবিতা ২ মন্তব্য

 

তুমি আর আসবেনা এই দেয়ালে

আলপনা আঁকা সব মনের খেয়ালে

ফুরাবে না সময়, তারা গুনে গুনে

মিছে কেন মন, স্বপ্ন যায় বুনে

সারা দিন ছিলে যখন আমারি দখলে

অভিনয় ছিল সব, ভালবাসার আদলে

তবু কেন মন চায়, বার বার

বুক পেতে রেখেছি, তুমি আসিবার

মন জ্বলে বুক জ্বলে, আশাহীন নয়নে

অথৈ জলে ভাসি, ভাষাহীন জীবনে

এই প্রেম ছুঁয়ে যায় যতবার এসে

মরি যেন বার বার নীল বিষে  ।।

 

রচনা কাল ঃ ২৩/০৮/২০২২

ঢাকা

৩৭৭জন ৩১৯জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ