সুনীল আকাশ এখন আর আমায় হাতছানি দিয়ে ডাকে না।

শুভ্র মেঘের চাহনি এখন আর আমায় পেঁজো তুলোর ভেলায় ভাসায় না।

টিনের চালে বৃষ্টির রিনিঝিনি নূপুরের ছন্দ এখন আর আমায় আবেগ তাড়িত করে না।

শুষ্ক মাটির বুকে প্রথম স্পর্শ করা জলের সোঁদা গন্ধ এখন আর আমায় বিমোহিত করে না।

হঠাৎ সামনে পাওয়া লাল ফড়িংয়ের দর্শন এখন আর আমায় দলছুট করে না।

করিডোর উপচেপড়া দখিনা সমীরণ এখন আর আমায় ছোঁয় না।

রাতের আকাশে ঝুলে থাকা নিঃসঙ্গ চাঁদ এখন আর আমায় উদাসী করে না।

নির্ঘুম রাত এখন আর আমায় আপন করে কাছে পায় না।

বিহান বেলায় শিশির সিক্ত কদর্মাক্ত শিউলি ফুল এখন আর আমায় মায়ায় জড়ায় না।

এতো এতো শূন্যতা যাকে পূর্ণ করে রেখেছে,

তার আঙুলের ডগায় গুচ্ছ গুচ্ছ শব্দের নাচন সম্ভব!

ছবি-গুগল

 

৫৮১জন ৪৪৬জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ