শাওন রাতে যদি স্মরণে আসে মোরে |
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে ।
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে ।
শাওন রাতে যদি-
ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম
ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম
আঁচলের গাঁথা মালা ফেলিও পথ পরে ।
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে ।
শাওন রাতে যদি-
ঝুরিবে পুবালি বায় গহন দূর বনে
ঝুরিবে পুবালি বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নে
বিরহি কুহু কেকা গাহিবে নীপশাখে
যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে
বিরহি কুহু কেকা গাহিবে নীপশাখে
যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে
বিজলী দ্বীপশিখা খুজিবে তোমায় প্রিয়া
দুহাতে ঢেকো আঁখি যদিগো জলে ভরে ।
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে ।
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে ।
শাওন রাতে যদি-
সিনেমাঃ দেবদাস (১৯৭৯)
শিল্পীঃ মান্না দে
কথাঃ কাজী নজরুল ইসলাম
http://www.youtube.com/watch?v=b2AJgTuNA9A
৬টি মন্তব্য
লীলাবতী
গানটি শুনলে আমার কান্না আসে
ইখতামিন
ধন্যবাদ
অনেকেরই আসে
খসড়া
খুব প্রিয় গান।
ইখতামিন
অনেক ধন্যবাদ
ছাইরাছ হেলাল
খুবই বিখ্যাত একটি জনপ্রিয় গান ।
ইখতামিন
অনেক ধন্যবাদ রইল