
তুমি অভিমান ভেঙে ফিরে এসো।
আমি এক বিকেলের পাহাড়ি মেলা থেকে রঙিন ঘুড়ি কিনে দেবো।
চুলের খোঁপায় গুঁজে দেবো সাতসকালের রজনীগন্ধা!
ঠোঁটে ঠোঁট রেখে চুমুর দিব্যি দেবো।
তোমার বুকের ভেতর এঁকে দেবো সপ্ত এক প্রতিমা!
অজস্র কোলাহলের মাঝে তোমাকে আগলে রাখবো।
কপালে পরিয়ে দেবো ছোট্ট একটা টিপ।
কবিতায়, গল্পে, উপন্যাসে লিখে দেবো তোমার নাম।
কেবল তুমি ফিরে এসো।
গোটা বর্ষা ঋতু তোমার জন্য অপেক্ষা করছে।
তুমি ফিরলে দুচোখ বন্ধ করে বলে দেবো ভালোবাসি।
এ নক্ষত্রহীন সন্ধ্যায় তোমাকে চাই!
তুমি থেকে যাও আমার সবটা জুড়ে।
আমি প্রতিবার ঈশ্বরের কাছে তোমায় খুব করে চাইবো।
আমি বিশ্বাস করি তুমি ফিরবে।
আমার কোনো প্রতিপক্ষ নেই।
যদি তুমি আমার মনোভূমি থেকে গোপনে প্রস্থানে যাও আমি নির্বাসনে যাবো!
আমি আবারো বলছি আমার কোনো প্রতিপক্ষ নেই!
নেই তোমার বিকল্প।
তুমি আমার আগামীর ঈশ্বরী!
…
~ছবিঃ প্রতিকি।
৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
প্রেমকাব্য মজে গেলাম প্রদীপ দা।
হালিমা আক্তার
চমৎকার প্রেমের আহ্বান। তবু যদি প্রিয়া আসে কাছে। তার চেয়ে বড় পাওয়া আর কী আছে। চমৎকার কবিতা।
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক প্রেমময় কবি দা
সাবিনা ইয়াসমিন
এতো দেখছি ঈশ্বরী বানানোর প্রলোভন!
এত উপমা যার জন্য সে নিঃসন্দেহে নিরুপমা, আর নিরুপমার অভিমান ভাঙতে এমন কবিতার বিকল্প নেই। আরও লিখো, শুভ কামনা অবিরাম 🌹🌹
***আমি আবারো বলছি আমার কোনো প্রতিপক্ষ নেই!
নেই তোমার বিকল্প।*** অসাধারণ!!
রিতু জাহান
আহা! কি চাওয়া,,,
ভালবেসে আগলে রাখার কাব্য,,
দারুন