
রাতের দ্বিপ্রহরে জেগে উঠে মন
ভরা জোছনার আলো দেখবো বলে
জানালা খুলি, দরজা খুলি, বারান্দায় আসি
আকাশের সীমানায় দৃষ্টি রাখি
ছিটে ফোটাও জোছনা নেই
হারিয়ে গেছে অমানিশার আঁধারে
মেঘ শাবকের কৃষ্ণ বর্ণে
ঢেকে আছে প্রসারিত বুক
বিষণ্ণতা আর বিরহের পদপ্রান্তে ।
তবে কি তুমি আর জোছনা
এক সাথে হারিয়েছো, অচেনা গলিতে
আমাকে স্পর্শ করবে না বলে
আমার নিঃসঙ্গতা তাড়াবে না বলে
আমার স্বপ্নময় বাসরের আসর সাজাবে না বলে
তুমি হারিয়ে গেলে, আমার পৃথিবী থেকে
সাথে জোছনাকে ও গুছিয়ে নিলে
অমানিশার যাত্রি হয়েই যেন থাকি ।
রচনা কাল ঃ ১৮/০৩/২০২২
ঢাকা
৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সুন্দর এক অনুভূতি কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
অনামিশা কেটে রামধনুর সপ্ত্রংগে জাগুক জীবন। কবি ভালো থাকুন।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা ❤️❤️🌹🌹
মোঃ মজিবর রহমান
ভালো থাকুন সর্বদা।
হালিমা আক্তার
জোছনা যাবে কোথায়, চাঁদের আলোয় আসবে হেসে। কেটে যাবে অমানিশা। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা 🌹🌹❤️❤️