তোমার শহরে

রোকসানা খন্দকার রুকু ৫ মার্চ ২০২২, শনিবার, ০১:৫৪:৫৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

যাওয়ার সময় বলে গিয়েছিলে-

একা তুই,একাই ভুগবি ভীষন!

বহুদিন সে ভয়ে কুকরে ছিলাম,

তোমার শহরে ঢুকবো না এও ছিলো প্রতিজ্ঞায়।

আজ বহুবছর পর তোমার শহরে আমি,

কত্তো মানুষ, আমি কেবল তুমি ছাড়া

কাঁপা কাঁপা বুকে সেই কলাভবনে, টিএসসিতে, বইমেলায়।

 

স্মৃতিরা বড়ই মধুর, তুমিও শুধুই আমার,

আজ একা হাঁটতে গিয়েই বুঝলাম।

যেন ছুঁয়ে দিলাম নতুন করে তোমার প্রেম আর একবার।

নতুন করে প্রেমে পড়ার প্রয়োজন হয়নি কেন,

সে ঐ সাদা মানুষ নামের মূর্তিরা বলে দিলো।

ভালোবাসি বলতে চাইনি বলে তাদের সামনে থাপ্পর মেরেছিলে,

আমিও দুহাতে ছিঁড়েছিলাম তোমার চুল,

সে সময়ের সেরা মারপিট কাপল ছিলাম আমরা।

 

যদিও আজ আমরা কেউ কারও নই

তবুও ক্ষতবিক্ষত রাস্তায় আমি খুঁজলাম তোমার চুল,

গন্ধ নিলাম যেদিকে হেঁটে বেডিয়েছি সে পথের, সে ধুলোর, সেই ঘাসের।

কি জানি কি পেলাম!

শুধু বারবার মনে হলো, আমি তোমায় আজও ঠিক তেমনিই ভালোবাসি, যেমনটি বেসেছিলাম।

আর আমি একা কখনোই নই, তুমি যে সবসময় থাকো আমার পরম দুখে।

আজও যেমন কাটবে নির্ঘুম, খুনসুটিময় রাত!!

৫৫৬জন ৪১৫জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ