একবার দেখা হওয়াটা জরুরী।

মনিরুজ্জামান অনিক ২৪ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ০৩:০৪:০৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

আমাদের একবার দেখা হওয়া উচিৎ।

খুব বেশী আড়ম্বরতা নয়। স্রেফ সাধারণ।

যেভাবে দেখা হয়ে যায় মাঝেসাঝে জেব্রা ক্রসিং- এ

দাঁড়িয়ে থেকে শৈশবের হ্যালুসিনেশন।।

 

এককাপ চা খাওয়া যেতে পারে, বয়সের ভারে

কথাগুলো জড়িয়ে গেলেও ক্ষতি নেই।

দেহের বয়স বাড়ে, চোখের!?

চোখ না হয় বুঝে নিবে কথার শরীর অল্পতেই।।

 

একবার দেখা হওয়াটা জরুরী।

একবার বুক ভরে শ্বাস নিতে হবে।

একবার তোমার হাতে হাত রেখে নির্মম চোখে,

বলে দিতে হবে এটাই শেষ বারি ।

এরপর চিরবিদায় জানাবো নিজেদের

প্রাণহীন যতোদিন বেঁচে আছি।

৫৯১জন ৫৩৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ