
কবিতা, এ প্রেম জেগেছে যে হৃদয়
হারাবার নয় তা, এ নিশ্চয়
বার বার প্রেমে পড়ি যে মুখে
ফিরে আসি তত বার কবিতার অসুখে
স্মৃতি হয়ে থাকে সব, কাব্য গাঁথা
দিন পুঞ্জিতে মজুত বাড়ে, কবিতার খাতা
তবুও যেন মন চায়, উপমা দেই ঢেলে
উৎজ্জীবিত হই, তার প্রেম পেলে
তাতেও নিরাশ হই,ভার হয় কবিতার ঝুলি
বড় অসহায় কাটে, একাকীত্বের দিনগুলি
যত বার ছুয়ে যায় প্রেম, নীল হই বিষে
অস্থি মজ্জা জুড়ে বিরহ আছে মিশে
বার বার তাই, ফিরে যাই কবিতার কাছে
সে ছাড়া, আমার যত প্রেম, সব মিছে ।।
রচনা কাল ঃ ১৭/০২/২০২২
ঢাকা
৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
কবিতার সাথে প্রেম হয়ে গেলে কবিকে বারবার কবিতার কাছেই ফিরতে হয়।
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
সাথে শুভ কামনা
হালিমা আক্তার
কবি কবিতার প্রেমে পড়বে।আর কবিতা কবির কাছে ফিরে আসবে। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা আপু
ফয়জুল মহী
মানুষ আজকাল কবিতার সৌন্দর্য ভালবাসে না, শরীর ভালোবাসে । এমতাবস্থায় কবিতার সাথে প্রেম দীর্ঘজীবী হোক।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভব প্রকাশ কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা