
প্রেমিকের চোখে জমে বারি
প্রেমিকের নয়ন আবছা তারি
জন্য,হন্যে খোজে অতীত
যে দিয়েছে ভাবনা জিবনটিতে
হাজারো কষ্ট বুকে জমা।
যার ভাবনায় কাটতো সারাবেলা
সে এখন অন্যের ঘরে করে খেলা।
যে ছিলো ভাবী জিবনের ভাবনা
সে এখন দুঃখ কষ্টের মুহুর্মুহু ছলনা।
সময় বদলে ঝরে পাতা
তুমি ঝরালে আমার জীবনটা,
সাগর মাঝে উত্তাল টেউ
বুকে তোমারি আত্মচিৎকার বেশ।
শুকনো ঘষ ঘষে ডালটা
হাওয়ায় দোলায় উষ্ণ শরীরটা
মরমরে ডুকরে কাঁদে অন্তরে জ্বলনটা
এই বুঝি যাবে নির্ঘাত প্রাণটা।
ছবি সোনেলা গ্যালারি থেকে।
১২টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
জীবন হারালে ঢেউ
দ্যাখে না ভুলেও কেউ
তবু হয় দিতে পথ পাড়ি,
থাকলে ব্যথার ধারা
দিবেই নিত্য সাড়া
না গেলে এ প্রাণ কভু ছাড়ি।
সুন্দর অনুভবে অনন্য সৃজন মজিবর ভাই।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইল সতত।
মোঃ মজিবর রহমান
অনেক অনেক অনুপ্রাণিত বোরহান ভাই। অশেষ ধন্যবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন
এই ঘটনা কি শুধুই কবিতায়? নাকি কবির আত্মজীবনী!
মোঃ মজিবর রহমান
রত্ন আসিলো রত্নের আলোয় ভরিয়ে
অন্ধকার ঘর আলোকিত জমজমাট ভরে
চাইনিতো ক্ষনিকেই যাকে অস্তাচল
থাকুক সোনেলা উঠোনে অবিচল।
যাবে কি হারিয়ে অমর কাব্যে
সোনেলা বুক ক্ষত বিক্ষত দাগিয়ে
চাইনা ভুলে যাক সোনেলা তোমারে
থাকুক কাব্যরসে সৃষ্টি রবে জুড়ে।
না এটা মনের মাঝে উকি দিলো লিখে দিলাম তাই। আছেন কেম্অন আপনি। আসা যাওয়া না করে থাকুন না সোনেলা জুড়ে। আমার মত অজাত পাঠক হইতো পড়বে ক্ষণে ক্ষণে। লিখতে পারিনা কদর হইনা।
সাবিনা ইয়াসমিন
যতবার ভাবি সময়কে ছুঁয়েছি
সময় অট্টহাসি হাসে,
আমায় ছোঁবে এমন সময়-সাধ্যি কারই-ছিল কবে!
আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি ভাইজান।
আপনিও ভালো থাকুন, দোয়া ও শুভ কামনা নিরন্তর 🌹🌹
মোঃ মজিবর রহমান
ভালো আছেন যেনে আপ্লূত হলাম, আইসেন সময়কে অবসরে পাঠিয়ে এলা। কথা হবে ব্লগের মাঝে।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় প্রকাশ মনে হলো গীতি কবিতা কবি দা
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আলমগির ভাই।
হালিমা আক্তার
চমৎকার ভাবনার প্রকাশ। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
আপনিও ভালো থাকুন কবি শুভেচ্ছা অবিরত।
রোকসানা খন্দকার রুকু
জীবন এমনই। সবার সাথেই কোন না কোন ভাবে ঘটে।
মোঃ মজিবর রহমান
অশেষ ধন্যবাদ আপু।