
এ তুমি কেমন তুমি, অগোচরে ভালবাসো
এ তুমি কেমন তুমি, নিজেকে এতো আড়াল রাখো
এ তুমি কেমন তুমি, আমার চলায় দৃষ্টি পাতো
এ তুমি কেমন তুমি, গুপ্তচরে খবর রাখো ।
এ তুমি কেমন তুমি, আমার কস্টে বিষণ্ণ থাকো
এ তুমি কেমন তুমি, একাকীত্বে আমায় ভাবো
এ তুমি কেমন তুমি, আমায় নিয়ে গল্প লিখো
এ তুমি কেমন তুমি, আমায় নিয়ে অল্পে থাকো ।
এ তুমি কেমন তুমি, ভোরের আলো গাঁয়ে মাখো
এ তুমি কেমন তুমি, উপমা হয়ে কবিতায় আসো
এ তুমি কেমন তুমি, ভালবেসে উজার করো
এ তুমি কেমন তুমি, ঝরা স্বপ্নে মালা গাঁথো ।
এ তুমি কেমন তুমি, চুপি চুপি আমায় ডাকো
এ তুমি কেমন তুমি, আমায় নিয়ে রাজ্যে থাকো
এ তুমি কেমন তুমি, কস্ট বুকে চেপে ধরো
এ তুমি কেমন তুমি, আমায় বুঝার একটু চেস্টা করো ।।
রচনা কাল ঃ ২৩/০১/২০২২
ঢাকা
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় প্রকাশ কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
মোঃ মজিবর রহমান
ভালো বাসায় আসুক ভালো বাসায় ডুবে থাকুক সতত , মুগ্ধ কবি কামরুল ভাই।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
হালিমা আক্তার
থাকবেনা আর আড়ালে, এবার বসন্তে আসবে সামনে। চমৎকার লিখেছেন। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা