
তোমাকে ভুলতে গিয়ে
যে নারীতেই চোখ রাখি।
সেখানেই দেখি তুমি।
হুবহু তোমার প্রতিচ্ছবি।
তোমার গড়ন__নাক,ঠোঁট,চোখ
যেনো আমার পরিচিত।
তোমার ভেতর-বাহির।
তোমার অভিমান,অভিযোগ,
প্রেম-প্রীতি,তোমার স্থির – অস্থির;
সবকিছুই ধবল বকের মতোই
আমার চোখে জীবন্ত হয়ে উঠে।
আমি বিস্মিত চোখে চেয়ে থাকি।
শুনতে পাই তোমার হৃদ যন্ত্রের উঠানামা।
দেখতে পাই তোমার চোখের জলজ জাহাজ
অতিক্রম করে গেছে গাল বেয়ে চিবুকের সীমানা।
তোমাকে ভুলতে গিয়ে আরো বেশি
তোমার কাছে চলে আসি।
আরো বেশি তোমাকেই ভালোবেসে ফেলি।
কি লাভ বলো!
এভাবে নিজের সাথে যুদ্ধ করার।
তোমাকে ভুলতে পারার অধিকার
কেঁড়ে নিয়েছে ক্ষুধাতুর হৃদয় আমার।
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভূতির প্রকাশ
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
মনির হোসেন মমি
সুন্দর কাব্য।প্রচন্ড আবেগী।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
হালিমা আক্তার
ভুলতে চাইলে কি যায় ভুলে থাকা। এরই নাম প্রেম, থেকে যায় ছায়া।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।