শুভ বর্ষ

আলমগীর সরকার লিটন ১ জানুয়ারি ২০২২, শনিবার, ১০:৩১:৩৪পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

আবৃত্তির লিং https://youtu.be/2iJ_xy90q7g

২০২২ কিংবা ২৩ তারপরও
অধীক, তোমাদের কাছে আমার
প্রশ্ন সত্যই কি সব দুংখ গ্লানি মুছে
ফেলেছো নাকি আগের মতোই
আছো? শুধু -শুধু নিয়ম মাপিক নতুন
বছর কে বরণ করো- এতোটুকু
আনন্দ উল্লাস করে করে থাকো।
আবার কি নতুন ভাবে পরিকল্পনা করো
কি ভাবে অহমিকা, বিদ্বেষ, হিংসা
ছড়ানও যায়, তাই নয় কি! তারপরও
এক গলা ছেড়ে বলে উঠো শুভ নববর্ষ!
নিজের মানুষকে উড়াও রঙিন ফানুষ
বাহ- বাহ নতুন বছর তোমার তুলনা
হয় না, দু’হাত ভরে দিলেই বল শুভ বর্ষ।
১৭ পৌষ ১৪২৮, ০১ জানুয়ারি ২২

৫৮৭জন ৫২৩জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ