বালুচর

আলমগীর সরকার লিটন ২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ১১:২৭:৩৫পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

নিঃশ্বাসের সাথে দেহের প্রেম রহ রহ!
চলছে দেখো মাঠে ঘাটে হাঁট বাজারে
রাগ অনুরাগে আকাশ বেজায় কালো;
চারিধারে ঘোর বর্ষায়, নয়ণ ভেজে আইল
হেঁটে হেঁটে চলে যাই! সাদা মেঘে কাল।
তবুও তরুলতা পশু পাখি কথা কয়-
পৃথিবীর মাটি সনে অথচ সোনালি মাঠ
হেসে উঠে বৈকালি ধূলিমাখা সন্ধ্যায়
চাঁদটা বুকের মধ্যে উকিছুকি পূর্ণিমার রাত
আহত নোনা ঘ্রাণ ভিজাই ভোর দুপুর!
অতঃপর এখন প্রেম শুকিয়ে বালুচর প্রায়।

১৪ আশ্বিন ১৪২৮, ২৯ সেপ্টেম্বর ২১

৬৯৬জন ৫৯১জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ