প্রবাস জীবন কষ্টের জীবন
সকলে ভাই জানে,
আপনজনকে দূরে থাকে
কষ্ট লাগে প্রাণে।
প্রবাস জীবন মায়ের কথা
বেশি পড়ে মনে,
মায়ের কথা দিবানিশি
ভাবি ক্ষণে ক্ষণে।
মায়ের সাথে হাসি মজা
হয় না ক’দিন ধরে,
একলা আমি পড়ে আছি
প্রবাস জীবন তরে।
স্বজনের ওই কথা মনে
আঁখি ভেজে জলে,
তাদের আদর তাদের সোহাগ
স্মৃতির পাতার তলে।
ইচ্ছে করে তাদের কাছে
ইচ্ছে খুশি বসি,
তাদের কাছে গল্প শুনবো
তারা রবি শশী।
রচনাকালঃ
৩১/০৭/২০২১
৪+৪/৪+২
১০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
প্রবাস জীবন স্বজন দূরে রেখে কষ্টের জীবন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনেক সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত প্রিয়।।
মোঃ মজিবর রহমান
প্রিয় ভাই, অন্যের লিখা পড়ুন ও কমেন্ট করুন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
পড়ি তো…
নার্গিস রশিদ
আরও অনেক কষ্ট আছে। আমরা বলিনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য করেছেন।।
শুভকামনা রইল সতত।।।।
হালিমা আক্তার
জীবন মানেই কষ্ট। প্রবাস জীবন আরো কষ্টকর।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনেক অনেক সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।।
আলমগীর সরকার লিটন
কবিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ প্রিয়।।।
শুভকামনা রইল সতত।।