এককতারার সুর

জাহাঙ্গীর আলম অপূর্ব ২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ০৯:৩১:২৮পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
বহুদিন পর বাজতে শুনি
একতারার ওই শব্দ,
বাংলার বুকে আছে থাকবে
অব্দের পর অব্দ।
একতারার ওই দারুণ সুরে
বাউলদের ওই গানে
একতারাটা আমার মনে
বাজে ক্ষণে ক্ষণে।
বাংলার প্রাচীন সংস্কৃতি যে
যায় না কভু ভোলা,
বারে বারে এসে তবে
মনে দেয়’রে দোলা।
বাউলগান আর লোকগীতি
দেশের কথা বলে,
সেই গান শুনার জন্য মানুষ
চলে দলে দলে।
একতারারি সুরে বাউল
গাহে গান যে কত,
ঢোলের তালে বাঁশির সুরে
বাদ্য বাজে শত।
রচনাকালঃ
০১/০৮/২০২১
৪+৪/৪+২ স্বরবৃত্ত
৪৭১জন ৪০৯জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ