বৈদিক সনেট
বাবা-ই আমার ভালো খেলা সাথী
বাবা দিবারাত্রি স্বপ্ন বলে কত
জীবন চলার পথে বাধা আসে
আছে মোরে বাবা নাহি বন্ধু অত।
মনের সকল আমার যে কথা
আমি বলি বাবা তুমি হলে আলো
জীবন সুখের উল্লাস কাঁপানো
তুমি হলে মোরে সবে থেকে ভালো।
বাবা তুমি আমা মনে
স্বপ্ন দিলে ক্ষণে ক্ষণে
তোমাকে যে আমি কত ভালোবাসি।
বাবা যে আমার আঁখি
সদা তার আশায় থাকি
তোমাকে যে পেয়ে ইচ্ছে খুশি হাসি।
রচনাকালঃ
১১/০৭/২০২১
৩৩৫জন
২৭১জন
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বাবাময় কাব্য। বাবারা ছাতা। তাঁরাই আকাশ ছোঁয়া স্বপন বুনায়।
অন্যের লিখা পরুন ও কমেন্ট করুন। শুভ ব্লগিং।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
মোঃ মজিবর রহমান
শুভ ব্লগিং
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাবারাই সন্তানদের মনে ভবিষ্যতের বীজ দেয় বুনে। খুব চমৎকার লেখা — “বাবা তুমি আমা মনে
স্বপ্ন দিলে ক্ষণে ক্ষণে” ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ