
আপা ৫টা কবিতা রেডি রাইখেন। নতুন কাজ শুরু করবো। বারবার মনে হচ্ছিল-আপা মেসেঞ্জারে নক করে বলবে। আপা কবিতা রেডি তো। না আর বলবেনা। ১১ সেপ্টেম্বর দুনিয়ার সব মায়ার বাঁধন কেটে চলে গেছেন না ফেরার দেশে।
শব্দ কূহুক থেকে পরিচয়। বিভিন্ন পোস্টে মন্তব্য করা। বানান ভুল হলে সংশোধন করে নিতে বলতেন। প্রতিটি পোস্ট মনোযোগ সহকারে পড়তেন। কাছাকাছি আসা “নির্ঝর শব্দের ঢেউ” এর মাধ্যমে। নির্ঝর শব্দের ঢেউ আছে। শুধু নেই ঝিনুকের মধ্যে থাকা মুক্তো মালা। নির্ঝর শব্দের ঢেউ কাব্য গ্রন্থটি প্রকাশ করার আগে ও পরে। প্রতিদিন গ্রুপে আড্ডা হতো। আড্ডার মধ্যমণি ছিলেন আরজু মুক্তা আপা। তিনি উৎসাহ দিয়ে একেকজনের কাছ থেকে লেখা বের করে নিতেন। তেমন কিছু লিখতে পারি না। লেখার জগতে যতটুকু আসা হয়েছে। সেখানে আরজু মুক্তা আপার অবদান অনস্বীকার্য। সব সময় উৎসাহ দিতেন। বলতেন-মনে যা আসে লিখে যান। কে কি বলে দেখার দরকার নাই।
ব্লগে লিখবো ভাবতেও পারিনি। আরজু আপার উৎসাহ ও অনুপ্রেরণায় ব্লগে আসা। এমনকি ব্লগের আই ডি ও উনি করে দিয়েছেন। সোনেলা ব্লগের সোনালী আকাশ ধুসর মেঘে ঢাকা। ব্লগের মন্তব্য ৫০ এর নীচে নেমে এসেছে। সবাই যেন নিথর নিস্তব্ধ। আরজু আপার হঠাৎ চলে যাওয়ায় সোনেলার সুর কেটে গেছে।
কখনো দেখা হয়নি। দুই একবার সরাসরি কথা হয়েছে। তবু হৃদয়ের গহীনে ব্যাথার বীণা বেজে ওঠে। তাঁর চলে যাওয়া বুঝিয়ে দিয়েছে তিনি কতটা আপন ছিলেন। ওপারে ভালো থাকুন আপনি। মন বলে তুমি রয়েছো যে কাছে, আঁখি বলে কত দুরে।।।
১৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
অনেক দোয়া করি জান্নাত বাসি করুণ আমিন
হালিমা আক্তার
আমিন।
রোকসানা খন্দকার রুকু
এমন উৎসাহ সবাইকে দিতেন। তার না থাকায় আমাদের সকল স্বপ্ন যেন শেষ হয়ে গেলো। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।।
হালিমা আক্তার
সত্যি এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো। আল্লাহ উনাকে জান্নাত বাসী করুন। এটাই একমাত্র দোয়া।
সাবিনা ইয়াসমিন
তিনি ভালো থাকুন ওপারে। তার স্মৃতি গুলো চির উজ্জ্বল হয়ে থাকবে লেখক/পাঠকদের লেখায়, মননে।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
আল্লাহ আপাকে ভালো রাখুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সদ্য প্রয়াত ব্লগার মরহুমা আরজু আপার সঙ্গে সুন্দর স্মৃতি বর্ণনা করেছেন। আপনার সুন্দর স্বীকারোক্তি মনে করিয়ে দেয় আপা সবার প্রতি কত আন্তরিক ছিলেন — “ব্লগে লিখবো ভাবতেও পারিনি। আরজু আপার উৎসাহ ও অনুপ্রেরণায় ব্লগে আসা। এমনকি ব্লগের আই ডি ও উনি করে দিয়েছেন। সোনেলা ব্লগের সোনালী আকাশ ধুসর মেঘে ঢাকা। ব্লগের মন্তব্য ৫০ এর নীচে নেমে এসেছে। সবাই যেন নিথর নিস্তব্ধ। আরজু আপার হঠাৎ চলে যাওয়ায় সোনেলার সুর কেটে গেছে”।
আল্লাহ্ আপাকে জান্নাতবাসী করুন।
হালিমা আক্তার
কিছু কিছু মানুষকে কখনো ভুলে থাকা যায় না। আরজু আপা তেমনি একজন। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপা খুব ভদ্র এবং সজ্জন একজন মানুষ ছিলেন। আমার প্রতিটি লেখায় তিনি মন্তব্য করেছেন। আপু আপনার প্রতি শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
আপুকে এখনো মিস করি মনে হয় এইতো সেদিন কথা হলো, মনে হয় উনি আশেপাশেই আছেন । সত্যিটাকে এখনো স্বপ্ন ই মনে হয়। ওপাড়ে ভালো থাকুন। আপনার জন্য ও শুভকামনা রইলো
হালিমা আক্তার
খুব মিস করি। আপনার জন্য অসংখ্য শুভেচ্ছা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার লিখেছেন
হালিমা আক্তার
ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
আরজু মুক্তা সবাইকেই উৎসাহ দিয়েছেন অকৃপণতায়,
তিনি বেঁচে থাকবেন আমাদের সবার হৃদয়ে।
আরজুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।