অর্থের তরে জীবন যাদের
বিলাসিতার স্বভাব,
অর্থ কড়ি মাঝে তাহার
বিবেক বোধের অভাব।
বিলাসিতার নামান্তরে
জীবন করে পারি,
নানা পাপে পাপে তরে
আখের হবে ভারি।
মিতব্যয়ী হলে পরে
ভালো হবে তবে,
সুখ উল্লাসে দুঃখ কাহন
আসবে তোমার যবে।
বিবেক জাগাও বোঝে তবে
ভালো মন্দের তরে
কুক্ষিগত করে না আর
অন্যের সম্পদ ঘরে।
মনুষ্যত্ব বৃদ্ধির জন্য
মেশো ভালোর সাথে,
একলা বসে ভাবো তুমি
এই না গভীর রাতে।
রচনাকালঃ
২৯/০৭/২০২১
৪+৪/৪+২
——————————–
মানব তুমি
জাহাঙ্গীর আলম অপূর্ব
শ্রেষ্ঠ জাতি মানব তুমি
সৃষ্টিকর্তার দান,
যেমন করে রক্ষিও হোক
তুমি তোমার মান।
মানের চেয়ে দামী নয়তো
এই অবনীর প্রাণ,
মান না থাকলে যতই করো
সপ্ত হর্ষে গান।
দাম দেবে না অবনীর কেউ
মান নাই রে ভাই যার,
কথায় কথায় অবহেলা
করবে সবে তার।
সপ্ত রাজার ধনের চেয়ে
বেশি মানের দাম,
থাকুক যত ধন সম্পদ রে
হবে না কো কাম।
অবনীর বুক সকল কিছু
অর্জন করা যাই,
কভু কোথাও মানের বাজার
আছে কিরে নাই।
রচনাকালঃ
২৯/০৭/২০২১
৪+৪/৪+১
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দ ময়
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।
অনন্য অর্ণব
চমৎকার ছন্দময় উপস্থাপন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
জিসান শা ইকরাম
প্রথম পাতার আপনার লেখা দুটো বাদে অন্য সমস্ত লেখা, ব্লগের ব্যানার দেখতে পাচ্ছেন? কিছু কি অনুধাবন করতে পারছেন আপনি? আপনি যে একজন সোনেলা ব্লগের ব্লগার তা কি বুঝা যাচ্ছে এই সময়ে আপনার কবিতা প্রকাশ করে?
কবিরা বেশ অনুভুতি প্রবন হয়, আপনি তার ব্যতিক্রম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
কেন আমি কি করলাম।
হালিমা আক্তার
আপনি এখনো বুঝতে পারেননি। কেউ বুঝতে না চাইলে, তাকে বুঝানো যায় না। ভালো থাকবেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
পরিষ্কার করে বলেন।
শুভকামনা রইল সতত।।।