মিতা

ফারজানা আক্তার ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ০৬:২৯:৪৬অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

স্বরবৃত্ত ছন্দ

৪+৪+৪+২

মনের কথা শুনলে হেসে
আমি বিস্ময় ধ্যানে,
ভাবি তুমি আমার মিতা
ঘিরে গহীন মনে।

পেখম তুলে উড়ে বিহগ
সুখের বাহন করে
আমি তেমন ভেসে বেড়ায়
তোমার মনের তরে।

শূন্য মনে দিলে প্রীতি
মোহন বাঁশি বেজে
মাতাল সুরে হারিয়ে আমি
তোমায় বেড়াই খুঁজে।

আলতো হাতে চোখের ভাষায়
আকঁড়ে সারা বেলা
তুমি হাসি তুমি কান্না
আমার শ্রাবণ ভেলা।

ছবিঃ সোনেলা গ্যালারি।

 

১৩৪৯জন ১১৫৭জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ