অনেক কথা থাকে বলার,
অনেক কথা আছে শুনার,
মনে হয় রাতের পর রাত
কিম্বা দিনের পরে আসুক দিন
কথা যাবে ফুরিয়ে,
সময় যাবে হারিয়ে,
পাতার পর পাতা,
ভরে যাবে হৃদয়ের
আকুলতায়,
ভরবে না মন,
ভরবে না হৃদয়ের আকুতি।
তারচেয়ে…….
চোখে রাখো চোখ,
হৃদয়ের কথা হোক চোখে,
প্রেয়সীর ওই চোখের পানে চেয়ে
কাটিয়ে দিতে পারো হাজার বছর,
হাজার কোটি বছর চলে যাবে অনায়াসে।
শুধু যেদিন জানা হয়ে যাবে,
তুমি আর কাছে নেই,
এমন কি নেই হৃদয়ের মনিকোঠায়,
তুমি হয়ে গেছো অন্য কারো
অথবা
তুমি নিজেকে নিজের করে গুটিয়ে নিয়েছো,
সেদিন শুধু মনে রেখো,
ভালোবাসার তাগিদও চলে যাবে,
চলে যাবে দিগন্তের ওপারে,
বিশ্ব হৃদয় পারাবারে।
৮টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর লেখা
কাজি রাশেদ
❤️🌹শুভেচ্ছা নিবেন প্রিয়
হালিমা আক্তার
ভালোবাসার অনুপম প্রকাশ। শুভ কামনা অবিরাম।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার ভালোবাসার আবেগ, অনুভূতি উপস্থাপন করলেন। খুব ভালো লাগলো পড়ে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত
রেজওয়ানা কবির
একটি গান পড়ে গেল,,,
কথা বলো,না বলো ওগো বন্ধু,,,,
ছায়া হয়ে তবুও পাশে রইবো।।
আরেকটা গান,,,,
চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়,
চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই।।।
চমৎকার লিখেছেন ভাইয়া। শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
সব কথা মুখে বলা যায়না। কিছু কথা মন থেকে আসে আর অনুভব দিয়ে বুঝে নিতে হয়।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
আাহা। এমন ভালোবাসা থাক।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অনুভবের সুন্দর প্রকাশ –চোখে রাখো চোখ,
হৃদয়ের কথা হোক চোখে,
প্রেয়সীর ওই চোখের পানে চেয়ে
কাটিয়ে দিতে পারো হাজার বছর,
হাজার কোটি বছর চলে যাবে অনায়াসে।
–